আজ- বুধবার, ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৭ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

পিরোজপুরে জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমীর আয়োজনে কবি নজরুল জন্ম জয়ন্তী উদযাপন

পিরোজপুরে কবি নজরুল জন্ম জয়ন্তী উদযাপিত হয়েছে। এ উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি মোহাম্মদ জাহেদুর রহমান।
জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজীর সঞ্চালনায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাধবী রায়ের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) শেখ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. কানাই লাল বিশ্বাসসহ আরো অনেকে।
পরে জেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। এসময় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তন দর্শক পদচারনায় কানায় কানায় পূর্ণ হয়।

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,ফিচার,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,মিডিয়া,লাইফ স্টাইল,শিক্ষাঙ্গন,সারাদেশ