পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে পিরোজপুর সদর উপজেলায় এই প্রথম ইনহাউজ কোর্স অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব নজরুল ইসলাম মৃধার সভাপতিত্বে, অনুষ্ঠানে পপ্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুনিল চন্দ্র সেন। এসময় বিদ্যালয়ের সকল শিক্ষকগন উপস্থিত ছিলেন।
এ বিষয়ে প্রধান শিক্ষক জনাব নজরুল ইসলাম মৃধা জানান, বর্তমান সময়ে সরকার আইসিটির উপর গুরুত্ব দিয়েছে তারই ধারাবাহিকতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ সময় তিনি আরো জানান, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও পিরোজপুর পৌরসভার মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মালেক বিদ্যালয়ের সকল শিক্ষক ও ছাএদের নিয়মিত খোঁজ খবর রাখেন। কোর্সের ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন কাজী সোহেল ও রতন কুমার বিশ্বাস।