আজ- শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

পিরোজপুর পৌরসভা নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ইসিতা বেগম হ্যাপী বিজয়ী

দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনে পিরোজপুর পৌরসভায়র ৪,৫ ও ৬নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে জবা ফুল মার্কা নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন ইসিতা বেগম হ্যাপী। ইসিতা বেগম হ্যাপী তার নিকটতম প্রতিদ্বন্দিকে পিছনে ফেলে বিপুল ভোটে জয়লাভ করেছেন। এ নিয়ে তার ভোটার ও শুভাকাঙ্খিদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা দেখা গেছে। জয়লাভের পরে ইসিতা বেগম হ্যাপী সমর্থকরা তার এলাকায় মিছিল করে জয়ের উল্লাস করেছে। ইসিতা বেগম হ্যাপী পিরোজপুর শহরের বলেশ^র ব্রিজ সংলগ্ন মধ্য পিরোজপুর এলাকার একজন স্থায়ী বাসিন্দা।
এদিকে পিরোজপুর পৌরসভায় দিন শেষে সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। পিরোজপুরে এই প্রথমবার ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এ পৌরসভায় মেয়র এবং একজন কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ৮টি সাধারণ কাউন্সিলর এবং ৩টি সংরক্ষিত (মহিলা) কাউন্সিলর পদে ভোট অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে ৩০ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় করছেন। পিরোজপুর পৌরসভায় ২৬টি ভোটকেন্দ্রে মোট ৪৫ হাজার ১৮৫ জন ভোটার সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত তাদের ভোটাধিকার প্রদান করেন। সকালের দিকে ভোটারদের উপস্থিতি কম থাকলেও, বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বৃদ্ধি পায়। ভোটারদের নির্বিঘেœ ভোট প্রদান নিশ্চিত করতে র‌্যাব, পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছিলো।

বিভাগ: অন্যান্য,জাতীয়,বরিশাল বিভাগ,রাজনীতি,সারাদেশ