পিরোজপুর সদর থানার ওসি নূরুল ইসলাম বাদলের নেতৃত্বে আত্মসমর্পনকারী মাদকসেবী ও ব্যবসায়ীদের কে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার সকালে পিরোজপুর সদর থানা মিলনায়তনে ৩২ জন আত্মসমর্পনকারী মাদকসেবী ও ব্যবসায়ীদের কে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। ঈদ উপহার পেয়ে আত্মসমর্পনকারী মাদকসেবী ও ব্যবসায়ীদের সন্তষ্টি প্রকাশ করেন।ঈদ উপহার সামগ্রী বিতরণকালে পিরোজপুর সদর থানার বিভিন্ন অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় পিরোজপুর সদর থানার ওসি নূরুল ইসলাম বাদল বলেন, মাননীয় প্রধাণমন্ত্রীর সার্বিক সহযোগীতায় ও বাংলাদেশ পুলিশ প্রধানের নির্দেশে জেলা পুলিশ সুপারের নেতৃত্বে আমরা এ রকম বিভিন্ন কার্যক্রম করে আসছি। জেলা পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান এর নেতৃত্বে আত্মসমর্পনকারী মাদকসেবী ও ব্যবসায়ীরা যেনো পরিবার নিয়ে ভালো ভাবে ঈদের আনন্দকে উপভোগ করতে পারে এজন্যই আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টা। আত্মসমর্পনকারী মাদকসেবী ও ব্যবসায়ীদের সুস্থ্য সুন্দর জীবন যাপনে আমরা সর্বদা তাদের পাশে থাকবো এবং আমাদের এ কার্যক্রম অব্যহত থাকবে।