আজ- মঙ্গলবার, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

পুলিশের কাজে গতি বাড়াতে নতুন পিকআপ ভ্যান হস্তান্তর

পিরোজপুর সদর থানা পুলিশের কাজের গতি বৃদ্ধির লক্ষ্যে একটি নতুন পিকআপ ভ্যান হস্তান্তর করা হয়েছে। আজ বুধবার দুপুরে পিরোজপুর- ১ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম আনুষ্ঠানিকভাবে পিকআপ ভ্যানটি পুলিশ সুপার মোঃ হায়াতুল ইসলাম খান এর কাছে হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন দি-পিরোজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি ও পিরোজপুর পৌর মেয়র হাবিবুর রহমান মালেক, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল হক টিটু।
এ সময় আরো উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম বাদল সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,মিডিয়া,সারাদেশ