পিরোজপুর সদর থানা পুলিশের কাজের গতি বৃদ্ধির লক্ষ্যে একটি নতুন পিকআপ ভ্যান হস্তান্তর করা হয়েছে। আজ বুধবার দুপুরে পিরোজপুর- ১ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম আনুষ্ঠানিকভাবে পিকআপ ভ্যানটি পুলিশ সুপার মোঃ হায়াতুল ইসলাম খান এর কাছে হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন দি-পিরোজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি ও পিরোজপুর পৌর মেয়র হাবিবুর রহমান মালেক, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল হক টিটু।
এ সময় আরো উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম বাদল সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আজ- মঙ্গলবার, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ