
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে আনন্দ মিছিল করেছে পিরোজপুর জেলা ছাত্রলীগ।
শনিবার বিকেল ৫ টায় আনন্দ মিছিলটি হাজার হাজার ছাত্রলীগ নেতা-কর্মীদের নিয়ে সিও অফিস মোড়-বঙ্গবন্ধু চত্বর থেকে শুরু হয়ে শহরের ক্লাব রোডে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম টিটু, ছাত্রলীগ নেতা হাফিজুর রহমান জুম্মান, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক শওকত খান, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক বারী তালুকদার জয়েন, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাইমিনুল ইসলাম সাজিদ, সাবেক দুর্যোগ ও ত্রান বিষয়ক সম্পাদক শাহরিয়ার ইমন সবুজ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোমেন মোরশেদ শুভ্র, কলেজ শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পীযুষ আইচ সহ জেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।টাউন ক্লাব স্বাধীনতা মঞ্চে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে আনন্দ মিছিলটি শেষ হয়।
