আওয়ামীলীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা জণনেত্রী শেখ হাসিনা ২৯ শে ডিসেম্বর বরিশালে আগমন উপলক্ষে পিরোজপুরে যুবলীগের উদ্যোগে প্রস্ততি সভা করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ শে ডিসেম্বর) দুপুরে জেলা যুবলীগের আয়োজনে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে প্রস্ততি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রিয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম।
জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুল’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজীর সঞ্চালনায় প্রথান বক্তার হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রিয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাজী মো: মাজাহারুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাবেক আহবায়ক সাদউল্লাহ লিটন, সদর থানা যুবলীগের সভাপতি কে এম মোস্তাফিজুর রহমান বিপ্লব, জেলা যুবলীগনেতা ইরতিজা হাসান রাজু।
এসময় বক্তারা আওয়ামীলীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা জণনেত্রী শেখ হাসিনা ২৯ শে ডিসেম্বর বরিশালে আগমনকে সফল করতে জেলা যুবলীগের নেতৃত্বে সকল ইউনিটকে ঐক্যবদ্ধ ভাবে থাকার আহবান জানান।