আজ- মঙ্গলবার, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

বাংলাদেশ ক্রিকেট দলের ঐতিহাসিক জয়ে পিরোজপুরে ক্রিকেট প্রেমিকদের আনন্দ মিছিল

বাংলাদেশ ক্রিকেট দলের ওয়েন্টেডিজের বিরুদ্ধে ঐতিহাসিক জয়ে পিরোজপুরে আনন্দ মিছিল করেছে ক্রিকেট প্রেমিক সর্বস্তরের জণসাধারণ। সোমবার রাতে বাংলাদেশ ক্রিকেট দলের ওয়েন্টেডিজের বিরুদ্ধে ঐতিহাসিক জয়ের পরে উল্লাশে ফেটে পড়ে পিরোজপুরের সর্বস্তরের জনসাধারণ। তারা শহরের রাজারহাট থেকে একটি আন্ন্দ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাউন ক্লাব রোডে মিলিত হয়। এ সময় বাংলাদেশ বাংলাদেশ স্লোগানে বিজয় উল্লাস করে পিরোজপুরের সর্বস্তরের জনসাধারণ। আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন দোয়েল, রাসেল, সান্তনু, দেব জ্যতি দাস, পনু, আজমল হুদা নিঝুম সহ বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারণ।

বিভাগ: অন্যান্য,খেলার খবর,জাতীয়,বরিশাল বিভাগ,সারাদেশ