আজ- শনিবার, ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

বাংলাদেশ প্রতিদিনের বিজ্ঞাপন বিভাগের প্রধান মাসুদুর রহমানের মায়ের দাফন সম্পন্ন

বাংলাদেশ প্রতিদিনের বিজ্ঞাপন বিভাগের প্রধান মাসুদুর রহমানের মায়ের দাফন সম্পন্ন
পিরোজপুরের স্বরূপকাঠীর বাসিন্দা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী হাফেজ মরহুম মো. সাইদুর রহমানের সহধর্মিনী ও বাংলাদেশ প্রতিদিনের বিজ্ঞাপন বিভাগের প্রধান মো. মাসুদুর রহমানের মা হামিদা বেগমের (৭০) দাফন সম্পন্ন হয়েছে।

রবিবার বাদ জোহর দক্ষিন স্বরূপকাঠী জামে মসজিদ চত্ত্বরে জানাজা নামাজ শেষে মরহুমার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজা ও দাফনে নেছারাবাদ উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম মুহিদুল ইসলাম, পৌর মেয়র জিএম কবির, সাবেক পৌর মেয়র শফিকুল ইসলাম ফরিদ, থানা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হামিদ ও সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম সিকদার এবং উপজেলা ইমাম সমিতির সভাপতি ও সম্পাদক সহ বিভিন্ন শ্রেণি পেশার কয়েকশ’ মুসল্লি উপস্থিত ছিলেন।এর আগে গত শনিবার রাতে ধানমন্ডির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন হামিদা বেগম।

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,ফিচার,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,মিডিয়া,সারাদেশ