রবিবার বাদ জোহর দক্ষিন স্বরূপকাঠী জামে মসজিদ চত্ত্বরে জানাজা নামাজ শেষে মরহুমার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজা ও দাফনে নেছারাবাদ উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম মুহিদুল ইসলাম, পৌর মেয়র জিএম কবির, সাবেক পৌর মেয়র শফিকুল ইসলাম ফরিদ, থানা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হামিদ ও সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম সিকদার এবং উপজেলা ইমাম সমিতির সভাপতি ও সম্পাদক সহ বিভিন্ন শ্রেণি পেশার কয়েকশ’ মুসল্লি উপস্থিত ছিলেন।এর আগে গত শনিবার রাতে ধানমন্ডির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন হামিদা বেগম।