বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ পিরোজপুর জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৬ জানুয়ারী) জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ পিরোজপুর জেলা শাখার আয়োজনে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ এর সভাপতি বদরুল আলম দুলাল। বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ পিরোজপুর জেলার সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ এর সাংগঠনিক সম্পাদক এম এ মান্নান, কাউন্সিলর শহিদুল ইসলাম সিকদার, বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ এর কবি ও সাহিত্যিক উপদেষ্টা ডাক্তার এস দাস প্রমুখ।
সভায় বক্তারা বলেন বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ জেলা ব্যাপী ব্যাপক আকারে যাত্রা শিল্প রক্ষার্থে কাজ করে যাচ্ছে। ঐতিহ্যবাহী যাত্রা শিল্পকে টিকিয়ে রাখতে হলে বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ এর জেলা কমিটির কাজ অনেক। বিগত দিনের ন্যায় যাত্রা শিল্প আবারো এ দেশের ইতিহাস ঐতিহ্য কৃষ্ঠিকে তুলে ধরবে। এজন্য সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে।