মরনব্যাধি নোবেল করোনা ভাইরাসের ফলে সারা দেশে চলছে লকডাউন। এতে করে ছাত্রলীগের কিছু নেতাকর্মীর পরিবারও বিপদগ্রস্ত হয়ে পড়ছে কিন্তু তাদের চাওয়ার কোন জায়গা নেই তারা কারো কাছে বলতেও পারেনা। প্রায় অর্ধশত নেতা কর্মীদের বাড়িতে উপহার সামগ্রী পৌছে দিলেন পিরোজপুর জেলা ছাত্রলীগ নেতা জাকারিয়া। প্যাকেটে চাল, ডাল, আলু, পিয়াজ, লবন সহ উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয়।
ছাত্রলীগ নেতা জাকারিয়া জানান সাধারন মানুষের পাশাপাশি দলীয় নেতা কর্মীরাও অসহায় হয়ে পড়েছে তারা কারো কাছে বলতে ও পারেনা তাই আমার এই ক্ষুদ্র প্রয়াস।পাশাপাশি ছাত্রলীগের যে যার সাধ্যমতো আপনারও বিপদগ্রস্ত নেতা-কর্মীদের পাশে দাঁড়ান।