
বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।
মন্ত্রী আজ এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোক বার্তায় মন্ত্রী আরো জানান, “সাংবাদিকতা জগতে কামাল লোহানী ছিলেন অনন্য উচ্চতায় আসীন এক ব্যক্তিত্ব। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক ও কন্ঠযোদ্ধা কামাল লোহানী দেশের শিল্প ও সংস্কৃতির উৎকর্ষ সাধনে আমৃত্য একনিষ্ঠ অবদান রেখে গেছেন। একুশে পদক প্রাপ্ত এই কৃতি ব্যক্তিত্বের মৃত্যু দেশ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি।”