আজ- শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বিশ্ব পরিবেশ দিবসে পিরোজপুর ইয়ূথ সোসাটির ২০২১ টি ফলদ গাছ রোপন কর্মসূচি শুরু

বিশেষ প্রতিনিধি : “প্রতিবেশ পুনরুদ্ধার, হোক সবার অঙ্গীকার” শ্লোগানকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পিরোজপুরের বিভিন্ন স্থানে ২০২১ টি ফলদ গাছ রোপন কর্মসূচি শুরু করেছে পিরোজপুর ইয়ূথ সোসাইটি। শনিবার বিকেলে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার মাঠ প্রাঙ্গণে কয়েকটি ফলের চারা লাগিয়ে এ বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র সাদউল্লাহ লিটন, জেলা উদীচীর সাধারণ সম্পাদক খালিদ আবু, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আজমল হুদা নিঝুম, পিরোজপুর জেলা অনলাইন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: তামিম সরদার, পিরোজপুর ইয়ূথ সোসাটির প্রধান সমন্বয়কারী মো: হাসিবুল ইসলাম হাসান সহ পিরোজপুর ইয়ূথ সোসাইটির সদস্যরা।

পিরোজপুর ইয়ূথ সোসাটির প্রধান সমন্বয়কারী মো: হাসিবুল ইসলাম হাসান জানান, কোভিড-১৯ এর তান্ডবে সারাবিশ্বের মানুষ যখন বিপর্যস্ত তখন প্রকৃতিতে ফিরেছে প্রাণ। গত ১ বছরের বেশি সময় ধরে পৃথিবীর মানুষ একপ্রকার ঘরবন্দি। প্রকৃতির উপর চালানো অবিচার কমে আসায় প্রকৃতি যেন নিজেকে মেলে ধরেছে। তাই প্রকৃতিকে আরো সুন্দর করার লক্ষ্যেই পিরোজপুর ইয়ূথ সোসাইটি বিশ্ব পরিবেশ দিবস-২০২১ উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে ২০২১ টি ফলদ গাছ রোপণ কার্যক্রমে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় বিশ্ব পরিবেশ দিবসে এই ফলের গাছ লাগিয়ে এ কর্মসূচীর উদ্বোধন করা হলো। চলতি মাসের মধ্যেই ২০২১টি গাছের চারা রোপন করা হবে।

 

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,ফিচার,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,মিডিয়া,লাইফ স্টাইল,শিক্ষাঙ্গন,সারাদেশ