আজ- শুক্রবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

ডা. জুবাইদা রহমান পরিষদ পিরোজপুর জেলা শাখার আয়োজনে বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে পিরোজপুর জেলা বিএনপির কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ডা. জুবাইদা রহমান পরিষদ ও জেলা ছাত্রদলের ছাত্রী বিষয়ক সম্পাদক শাম্মি আক্তার রশ্নির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুল।

বিশেষ অতিথি ছিলেন শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু, স্বেচ্ছাসেবক দলের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, পিরোজপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রিয়াজ মাতুব্বর, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রানা মল্লিক, জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম তুহিন, সরকারি কলেজ ছাত্রদরের সদস্য সচিব রাফি সিকদার মুন্না দুর্গাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায় আবু মুসা খান সবুজ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বালেন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যাওয়া দরকার। উন্নত চিকিৎসা দিয়ে সুস্থ করে এই অবৈধ সরকারকে টেনে নামানো হবে। নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণের মাঝে গণতন্ত্র ফিরিয়ে ভোটাধিকার নিশ্চিত করতে হবে।

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,ফিচার,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,মিডিয়া,রাজনীতি,সারাদেশ