আজ- সোমবার, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

ভান্ডারিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই দিনমজুরের মৃত্যু

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে আল আমীন (৪০) ও ইব্রাহীম মাতুব্বর (৩৫) নামের দুই দিন মজুর বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে।

স্থানীয়সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার ইকড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা হারুন খানের ছেলে আল আমীন একটি পুকুরে মাছ শিকারের জন্য লোহার রড দিয়ে পুকুরের কচুরিপানা সড়ানোর সময় অসাবধানতা বশত রডটি পল্লীবিদ্যুৎ লাইনের উপর পড়লে আল আমীন বিদ্যুতায়ীত হয়। তাকে ছাড়াতে গিয়ে একই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ফেরেস্তালি মাতুব্বরের ছেলে ইব্রহীম মাতুব্বরও বিদ্যুতায়ীত হয়। পরে স্বজনরা তাদেরকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এবিষয়ে ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাকসুদুর রহমান জানান, তাদের লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে এবং থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,সারাদেশ