আজ- শুক্রবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

মঠবাড়িয়ায় উপজেলা যুবলীগের সভাপতিকে কুপিয়ে আহতের ঘটনায় জিয়া গাজীর প্রতিবাদ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা যুবলীগের সভাপতি মো: আবু হানিফ কে কুপিয়ে আহতের ঘটনায় তিব্রনিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পিরোজপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী। মঙ্গলবার জেলা যুবলীগের পক্ষ থেকে জিয়াউল আহসান গাজী এ ঘটনার তিব্রনিন্দা ও প্রতিবাদ জানান এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তিরও দাবী জানান তিনি।

সোমবার সন্ধ্যা ৭ টার দিকে এ মঠবাড়িয়া শহরের উপজেলা যুবলীগের কার্যালয়ের সমানে মঠবাড়িয়া উপজেলা যুবলীগের সভাপতি মো: আবু হানিফ কে কুপিয়ে আহতের করে পতিপক্ষরা। পরে নেতা-কর্মীরা এগিয়ে এলে সন্ত্রাসীরা তাকে গুরুত্বর অবস্থায় রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। এ সময় তাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবু হানিফের মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের কারণে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করে।

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,রাজনীতি,সারাদেশ