পিরোজপুরের মঠবাড়িয়ায় ইব্রাহীম এইচ আকন জিদান (১৩) নামের এক স্কুল ছাত্র ৬ দিন ধরে নিখোঁজ রয়েছে। ইব্রাহীম শহরের ৫নং ওয়ার্ডের বাসিন্দা সাংবাদিক জামাল এইচ আকনের ছেলে। পারিবারিক সূত্রে জানাগেছে, মঠবাড়িয়া শহরের কে এম লতীফ ইনস্টিউশনের ৮ম শ্রেণির ছাত্র ইব্রাহীম এইচ আকন ০২ জুলাই বিকেল তিনটার দিকে বাসা থেকে শহরের আর্শ্বিনগর নানার বাসায় যাওয়ার কথা বলে বের হয়ে আর বাসায় ফেরেনি। বের হওয়ার সময় সে তার বাবার লাল রঙের হিরো গ্লামার মোটর সাইকেল নিয়ে যায়। এরপর আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। ঘটনার পরদিন তার বাবা জামাল এইচ আকন মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ্ জানান, নিখোঁজ স্কুল ছাত্রের ব্যাপারে সকল থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে। ছেলেটিকে উদ্ধারের চেষ্টা চলছে।
আজ- মঙ্গলবার, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ