আজ- বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মহান স্বাধীনতার সূবর্ণজয়ন্ত্রী উপলক্ষে পিরোজপুরে মুক্তিযুদ্ধের উপরে মঞ্চনাটক “বলেশ্বরের আত্মকথা” মঞ্চস্থ

মহান স্বাধীনতার সূবর্ণজয়ন্ত্রী উপলক্ষে পিরোজপুরে মুক্তিযুদ্ধের উপরে মঞ্চনাটক “বলেশ্বরের আত্মকথা” মঞ্চস্থ করা হয়েছে। আজ রোববার রাতে পিরোজপুর কেন্দ্রিয় শহীদ মিনারে জেলা শিল্পকলা একাডেমী ও জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় “বলেশ্বরের আত্মকথা” মঞ্চস্থ করা হয়।

এর আগে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভাচ্যুয়ালে বক্তব্য রাখেন, মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রী শ.ম.রেজাউল করিম, বিশেষ অতিথি হিসেবে ভাচ্যুয়ালে বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহা পরিচালক লিয়াকত আলী লাকী, জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গৌতম রায় চৌধুরী, এম এ রব্বানী ফিরোজ, সাবেক এসডিপিও ফয়জুর রহমানের মেয়ে সাবেক অধ্যপক সুফিয়া হায়দার।

এসময় বক্তারা বলেন, মুক্তির সংগ্রামের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছিলো এ ডিসেম্বর মাসে। ত্রিশ লাখ শহীদ ও দুই লাক মা বোনের স¤্রমের বিনিময়ে বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছিলাম। আমরা বলেশ^রের আত্মকথা’র মাধ্যমে পিরোজপুরে যারা স্বাধীনতা অর্জনে অবদান রেখেছেন শহীদ হয়েছেন তাদের সম্পর্কে জানা যাবে।

আলোচনা সভা শেষে মুক্তিযুদ্ধের উপরে মঞ্চনাটক “বলেশ্বরের আত্মকথা” মঞ্চস্থ করা হয়। “বলেশ্বরের আত্মকথা” মঞ্চনাটক অভিনয় করেন জেলা শিল্পকলা একাডেমীর শিল্পি ইমরান হোসেন টারজান, জুবায়ের জনি, শান্ত, আরিফ প্রমুখ।

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,মিডিয়া,রাজনীতি,লাইফ স্টাইল,শিক্ষাঙ্গন,সারাদেশ