মেঘনা নদীতে রোববার রাতে ঢাকা থেকে পিরোজপুরের ভান্ডারিয়াগামী এবং বরিশাল থেকে ঢাকাগামী দ্ইুটি লঞ্চের মধ্যে সংঘর্ষের ঘটনায় পিরোজপুর সদর উপজেলার হুলারহাট লঞ্চঘাট থেকে এমভি ফারহান-৯ লঞ্চসহ এর মাস্টার আব্দুল হামিদ ও সুকানি খন্দকার আফতাব আলীকে আটক করেছে পিরোজপুর সদর থানা পুলিশ। আটককৃত হামিদের বাড়ি চট্টগ্রামের সন্দীপ উপজেলায় এবং আফতাবের বাড়ি ঢাকার উত্তর বাড্ডায়। বিআইডব্লিইটিএ থেকে সহযোগীতা চাওয়ার পর তাদেরকে আটক করে পুলিশ।
ঘন কুয়াশার কারণে গতকাল রোববার রাতে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার মেঘনা নদীর মাঝের চর এলাকায় বরিশাল থেকে ঢাকাগামী কীর্তনখোলা-১০ এবং ঢাকা থেকে পিরোজপুরের ভান্ডারিয়াগামী ফারহান-৯ লঞ্চের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কীর্তনখোলা-১০ লঞ্চের দুই যাত্রী নিহত এবং আরও অন্তত আটজন আহত হয়। এ ঘটনায় বিআইডব্লিইটিএ একটি তদন্ত কমিটি গঠন করেছে।
পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বাদল জানান, বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের নির্দেশে তাদেরকে আটক করা হয়েছে। উর্ধ্বতণ কর্তৃপক্ষের নির্দেশনুযায়ী পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
আজ- রবিবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ