মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের মা মাজেদা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার রাত ১১টা ৫৩ মিনিটে খুলনার সিটি মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিলো ৮৫ বছর। তিনি ৫ পুত্র ও ২ কন্যা সন্তানের মাতা। তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ মঙ্গলবার সকালে পিরোজপুরের নাজিরপুর উপজেলার তারাবুনিয়া নিজ গ্রামের ঈদগাহ ময়দানে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের মা মাজেদা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক শোকবার্তায় শেখ হাসিনা মাজেদা বেগমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আজ- রবিবার, ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ