আজ- রবিবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

spot_img

 শিক্ষক সমিতি’র পক্ষ থেকে ইন্দুরকানীর নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে সংবর্ধনা

পিরোজপুরের ইন্দুরকানীতে উপজেলা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান দ্বয়কে সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার উপজেলার ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে এ সংবর্ধনা দেয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে পাড়েরহাট রাজলক্ষ্মী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিস চক্রবর্তী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোঃ জিয়াউল আহসান গাজী, ভাইস চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক দুলাল ও মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা পারভীন লাভলিকে সংবর্ধনা দেয়া হয়।

এ সময় অতিথি হিসেব বক্তাব্য রাখেন, পিরোজপুর জেলা শিক্ষা অফিসার মোঃ ইদ্রিস আলী আযিযি, ইন্দুরকানী থানার ওসি তদন্ত  রেজা আহম্মেদ, ইউপি চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান তালুকদার শাওন, ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদার, ইউপি চেয়ারম্যান মোঃ কবির হোসেন বয়াতী, ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদ করিম তালুকদার ইমন, ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয় এর সভাপতি মোঃ সাইদুর রহমান সাঈদ প্রমুখ। ইন্দুরকানী উপজেলা পরিষদের এই প্রথম কোন চেয়ারম্যান কে সংবধনা দিলো শিক্ষক সমিতি।

এ সময় নব নির্বাচিত ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান মোঃ জিয়াউল আহসান গাজী  বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড আর শিক্ষরা জাতি গড়ার কারিগর। তিনি আজীবন শিক্ষকদের পাশে থেকে তাদের সম্মান করতে চান। শিক্ষকদের সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। তিনি শিক্ষক পরিবারের সদস্য হিসাবে থাকতে চান। তিনি এ উপজেলাকে দূর্নীতি মুক্ত উপজেলা হিসাবে গড়ে তুলতে চান। পরিশেষে এত সুন্দর আয়োজন করে সংবর্ধনা দেয়ার জন্য শিক্ষক সমিতিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

 

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles