আজ- শনিবার, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

spot_img

শিশু নির্যাতনকারী নরপশুর পাশে কেউ দাঁড়াবেন না -গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ. ম রেজাউল করিম

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী এ্যাডভোকেট শ. ম রেজাউল করিম বলেছেন, শিক্ষকরা সব সময়ই শিক্ষার্থীদেরকে নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষা দিবেন। শিক্ষকের নামে শিশু নির্যাতনকারী নরপশুর পাশে কেউ দাঁড়াবেন না। শিক্ষার্থীদের পিতৃ-মাতৃ স্নেহে বড় করতে হবে। যারা শিক্ষকের আদর্শের জায়গাটা ধারণ করতে পরবে না তাদের বর্জন করুন। যে যার ধর্মের জায়গা থেকে ধর্মকে লালনের মাধ্যমে ভালো থাকবেন। শিক্ষকতাকে চাকুরীর সাথে তুলনা করবেন না কারন আপনারা দেশ গড়ার কারিগর। শিক্ষা প্রতিষ্ঠানকে দলীয় রাজনীতির অংশ করবেন না।
মন্ত্রী শুক্রবার বাংলাদেশ শিক্ষক সমিতি পিরোজপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী আরো বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার জন্য নিরলস কাজ করে যাচ্ছে। শিক্ষা ব্যবস্থাকে ডিজিটাল করার জন্য বহুমুখী পদক্ষেপ গ্রহন করেছে। এ কারণেই এ বছরের বাজেটে শিক্ষা ক্ষেত্রে সবচেয়ে বেশি বরাদ্ধ রাখা হয়েছে। এথেকেই বলা চলে জননেত্রী শেখ হাসিনার সরকার শিক্ষা বান্ধব সরকার। বঙ্গবন্ধু এ দেশে প্রথম প্রাথমিক শিক্ষা ব্যাবস্থাকে জাতীয় করন করেছেন। আর এরপরে তারই কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা এদেশের বাকী সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করনের লক্ষে কাজ কওে যাচ্ছেন।
জেলা শিল্পকলা একাডেমী মঞ্চে সংগঠনের জেলা সভাপতি সুখরঞ্জন বেপারীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, পৌর মেয়র মো: হাবিবুর রহমান মালেক, বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ বজলুর রহমান, সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ আবুল কাশেম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. কাওসার আলী, অর্থ সম্পাদক মোস্তফা জামান খান, জেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি কাজী মুজিবুর রহমান, কেন্দ্রীয় উপদেষ্টা দাশগুপ্ত আশিষ কুমার, জেলা শিক্ষা অফিসার সুনীল চন্দ্র সেন সহ নেতৃবৃন্দ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles