আজ- সোমবার, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

শেখ রাসেলের ৫৬ তম জন্ম দিন উপলক্ষে পিরোজপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে ৭ দলীয় ফুটবল টুর্নামেন্টে শুরু

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শেখ রাসেলের ৫৬ তম জন্ম দিন উপলক্ষে পিরোজপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে ৭ দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আজ শনিবার বিকাল সাড়ে ৩টায় পিরোজপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এতে জেলার ৭টি উপজেলা থেকে সাতটি দল অংশ গ্রহন করেছে। জেলা ছাত্রলীগ সভাপতি মো. জাহিদুল ইসলাম টিটু এ খেলার উদ্বোধন করেন। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মো. শাহাজাহান খান তালুকদার। এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক মো. গোলাম মাওলা নকিব, সদর উপজেলা আ’লীগ সভাপতি তোফাজ্জেল হোসেন মল্লিক (স্বপন), সাধারন সম্পাদক মো. রেজাউল করিম শিকদার মন্টু প্রমুখ।
উদ্বোধনী খেলায় জেলার সদর উপজেলা ও ইন্দুরকানী উপজেলা অংশ গ্রহন করেন। এতে পিরোজপুর উপজেলা ইন্দুরকানী উপজেলাকে ২-১ গোলে পরাজিত করে। আগামী ১৩ নভেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিভাগ: অন্যান্য,খেলার খবর,জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,মিডিয়া,রাজনীতি,সারাদেশ