পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক ও সঙ্গীত শিল্পী মারুফ হোসেন শাহীন ওরফে কুমার শাহীন (৫০) সোমবার রাতে শহরের সিআই পাড়াস্থ নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে …… রাজিউন)।
মঙ্গলবার সিআই পাড়া ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পৌরসভা কবরস্থানে দাফন করা হয়।
তিনি মা, স্ত্রী এবং এক মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ.ম রেজাউল করিম, মহিলা এমপি শেখ এ্যানী রহমান শোক প্রকাশ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
কুমার শাহীনের হঠাৎ মৃত্যুতে পিরোজপুরের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ গভীরভাবে শোকাহত।
আজ- মঙ্গলবার, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ