আজ- রবিবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

spot_img

সমাজকে সুন্দর করতে পুলিশ-জনতা এক হয়ে কাজ করতে হবে … পুলিশ সুপার

পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান বলেছেন, সমাজকে সুন্দর করতে পুলিশ জনতা এক হয়ে কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে দুর্নীতি, মাদক, ইভটিজিং, বাল্য বিয়ে, জঙ্গিবাদের ক্ষেত্রে জিরো টলারেন্স দেখাতে হবে।

বুধবার বিকেলে জেলার স্বরূপকাঠী (নেছারাবাদ) থানা আয়োজিত থানা চত্বরে উপজেলা কমিউনিটি পুলিশিং সভা ও ওপেন হাউজ ডে উপলক্ষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মাদক, ইভটিজিং, বাল্য বিয়ে ও জঙ্গিবাদ প্রতিরোধে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এ সময় তারা পুলিশ সুপারের কাছে উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খোলামেলা কথা বলেন।

উপজেলা কমিউনিটি পুলিশিং সভাপতি স্বরূপকাঠী পৌরসভার মেয়র মো. গোলাম কবিরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, নেছারাবাদ-কাউখালী সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রিযাজ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক এস এম ফুয়াদ, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম সিকদার, পূজা পরিষদের সভাপতি শশাংক রঞ্জন সমদ্দার, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, ইউপি চেয়ারম্যান সুব্রত লাল ঠাকুর, শিক্ষক শেখ নুরুল আমিন প্রমুখ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles