আজ- শনিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

spot_img

হুয়াওয়ের ‘সুপার ক্যামেরা’ ফোন পি৩০ সিরিজের প্রি-বুকিং শুরু

স্মার্টফোন ক্যামেরায় প্রফেশনাল ফটোগ্রাফির ফিচার ও চোখ জুড়ানো ডিজাইনে হুয়াওয়ের ফ্ল্যাগশিপ পি৩০ সিরিজ ফ্রান্সের প্যারিসে উন্মোচনের পর এবার বাংলাদেশের বাজারেও আসছে। ৩ এপ্রিল থেকে এ সিরিজের তিনটি ফোনের প্রি বুকিং শুরু হচ্ছে। চলবে ১০ এপ্রিল পর্যন্ত। অনলাইন প্রি-বুকিংয়ে প্রতিটি স্মার্টফোনের সঙ্গে থাকছে আকর্ষণীয় উপহার। এছাড়াও ইএমআই সুবিধার মাধ্যমে স্মার্টফোনটি কেনার সুযোগ রয়েছে। পাশাপাশি থাকবে গ্রামীণফোন গ্রাহকদের জন্য ১০ জিবি ডেটা বান্ডেল অফার।

বাংলাদেশের বাজারে পি৩০ প্রো স্মার্টফোনটির দাম পড়বে ৮৯,৯৯৯ টাকা। এছাড়া পি৩০ ও পি৩০ লাইট স্মার্টফোন দু’টির দাম পড়বে যথাক্রমে ৬৪,৯৯৯ ও ২৯,৯৯৯ টাকা।

তিনটি ফোনের মধ্যে পি৩০ প্রো এর প্রি-বুকিংয়ে উপহার হিসেবে থাকছে স্মার্টওয়াচ জিটি যার বাজার মূল্য ১৯,৯৯০ টাকা। পি৩০ এর সঙ্গে থাকছে ফ্রি বাডস যার মূল্য ১২,৯৯০ এবং পি৩০ লাইটের সঙ্গে থাকছে ব্যান্ড থ্রিই যার মূল্য ১,৮৯০ টাকা।

ক্রেতাদের সুবিধার কথা বিবেচনা করে রাখা হয়েছে ইএমআই সুবিধা। ০% ইন্টারেস্টে ২৪ মাস পর্যন্ত কিস্তির মাধ্যমে পি ৩০ প্রো ও পি ৩০ এবং ৬ মাস পর্যন্ত কিস্তির মাধ্যমে পি ৩০ লাইট কেনা যাবে।

স্মার্টফোন ক্যামেরায় সর্বাধুনিক প্রযুক্তি সুবিধা ও নান্দনিক ডিজাইনের হুয়াওয়ে পি ৩০ সিরিজে থাকছে দারুণ কিছু উদ্ভাবনী ফিচার। যার মধ্যে রয়েছে- হুয়াওয়ের সুপারস্পেকট্রাম সেন্সর, অপটিক্যাল সুপারজ্যুম লেন্স, হুয়াওয়ের টাইম অব ফ্লাইট (টিওএফ) ক্যামেরা, কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তি। এসব বৈপ্লবিক প্রযুক্তির কারণে হুয়াওয়ের পি ৩০ সিরিজের ফোনগুলো দিয়ে প্রত্যেকটি দৃশ্যের অতুলনীয় ছবি ও ভিডিও পাওয়া যাবে।

পি ফর ফটোগ্রাফি এমন স্লোগানকে সামনে রেখে স্মার্টফোন ফটোগ্রাফি নিয়ে গ্রাহকদের চমকে দিয়েছে হুয়াওয়ের পি ৩০ সিরিজ। মোবাইল ফটোগ্রাফির ক্ষেত্রে র‌্যাংকিং প্রকাশ করা ডিএক্সওমার্ক এর র‌্যাংকিংয়ে ইতোমধ্যে পি ৩০ প্রো সবার শীর্ষে জায়গা করে নিয়েছে। পি৩০ প্রো ফোনে থাকছে একটি নতুন লেইকা কোয়াড ক্যামেরা সিস্টেম। হুয়াওয়ের সুপার-স্পেকট্রাম সেন্সরসহ থাকছে ৪০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, একটি ২০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা, হুয়াওয়ের টাইম অব ফ্লাইট ক্যামেরা, অনন্য সেলফির জন্য ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

দুর্দান্ত ছবি ও ভিডিওগ্রাফির জন্য থাকছে অবিশ্বাস্য জুমিং সুবিধা। নতুন পেরিস্কোপ ডিজাইন এবং সুপারজুম লেন্স এর সাহায্যে ৫ গুণ অপটিক্যাল জুম, ১০ গুণ হাইব্রিড জুম, ৫০ গুণ ডিজিটাল জুম পওয়া যাবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles