ইন্দুরকানী উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান জিয়াউল আহসান গাজীর মায়ের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক : ইন্দুরকানী উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান জিয়াউল হাসান গাজীর মা মরিয়ম বেগম বার্ধক্য জনিত কারণে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার ১০ অক্টোবর সন্ধ্যা ৭টায় খুলনা সিটি মেডিকেল হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
শনিবার ১১ অক্টোবর আসর নামাজ শেষ বাদুরা মাদ্রাসা প্রাঙ্গনে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ইন্দুরকানি উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল আহসান গাজী সহ চার সন্তান নাতি নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
মরিয়ম বেগম এর মৃত্যুতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ গভীর শোক জানিয়েছেন।



