আজ- শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

এ উপমহাদেশের ইতিহাসে শেখ হাসিনার শাসনামল যেমন একটি স্বর্নালী অধ্যায় রচিত হয়েছে …মৎস্য ও প্রানসিম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রানসিম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ.ম রেজাউল করিম বলেছেন, এ উপমহাদেশের ইতিহাসে শেখ হাসিনার শাসনামল যেমন একটি স্বর্নালী অধ্যায় রচিত হয়েছে, তেমনি এত উন্নয়ন, সাম্প্রদায়িক সম্প্রীতি, বিচারহীনতা থেকে বেরিয়ে আসা-
এমন দৃষ্টান্ত প্রতিবেশী কোন দেশ আজও দেখাতে পারেনি।

মন্ত্রী শনিবার দুপুরে পিরোজপুর জেলা পুলিশ লাইনস্ হল রুমে ‘মুজিব বর্ষে পুলিশ নীতি-জনসেবা আর সম্প্রীতি’- কমিউনিটি পুলিশিং ডে ২০২১ অনষ্ঠানে এক সূধী সমাবেশে ভার্চুয়ালী সংযুক্ত থেকে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

পুলিশ সুপার মোঃ সাঈদুর রহমানের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে পিরোজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য একেএমএ আউয়াল, অতিরিক্ত জেলা প্রশাসক চৌধুরি রওশন ইসলাম, প্রফেসর অদ্যক্ষ সৈয়দ আলী আজম, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ, সদর উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান খালেক, ইন্দুরকানি উপজেলা চেয়ারম্যান মতিউর রহমান, মঠবাড়িয়া পৌরসভার মেয়র রফি উদ্দিন আহমেদ ফেরদৌস, স্বরূপকাঠি পৌরভার মেয়র গোলাম কবির, নেছারাবাদ উপজেলা চেযারম্যান আব্দুল হকসহ মশিউর রহমান মৃধা, মনিরুজ্জাামান পল্টন, আফজাল হোসেন খান, মুক্তিযোদ্ধা গৌতম রায় চৌধুরি, আবুর কালাম আজাদ ও গোপাল বসু।

এসময় বিভিন্ন উপজেলার আগত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সংবাদ কর্মীসহ বিভিন্ন পর্যায়ের গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে সমাজে ভাল কাজের স্বকিৃতি স্বরূপ পুলিশ ও একজন সমাজেসেবকে ক্রেষ্ট ্র ও সনদ পত্র বিতরন করেন অতিথিবৃন্দ।

 

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,মিডিয়া,রাজনীতি,সারাদেশ