আজ- বুধবার, ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাখতে পিরোজপুর জেলা পুলিশ বদ্ধ পরিকর……পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান

শুক্রবার সকালে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ পরিক্ষা মে-২০১৯ উপলক্ষে পিরোজপুর পুলিশ লাইন্স ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহামদ মাঈনুল হাসান, সহ পিরোজপুর জেলার সর্বস্তরের পুলিশ সদস্যবৃন্দ।

এসময় প্রধান অতিথি পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান বলেন, ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন হবে। কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাখতে আমরা সকলেই বদ্ধ পরিকর। সুন্দর সমাজ বিনির্মাণের উদ্দেশ্যে পুলিশ কনস্টেবল নিয়োগ মেধা ও যোগ্যতার বিকল্প নেই। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি থাকবে, চলমান নিয়োগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে হবে তার জন্য সকল পুলিশ সদস্যকে সৎ এবং সর্বচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করতে হবে। স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ প্রাপ্ত পুলিশ সদস্য সারাজীবন স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে দায়িত্ব পালন করবে।যদি কোন ব্যক্তি কিংবা পুলিশ সদস্য দুর্নীতি কিংবা অসৎ উদ্দেশ্য অবলম্ব করার চেষ্টা করে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

বিভাগ: অন্যান্য,চাকরির খবর,জাতীয়,টপ নিউজ,ফিচার,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,মিডিয়া,সারাদেশ