আজ- শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

গণসংগীত শিল্পী ফকির আলমগীরের মৃত্যুতে জিয়াউল আহসান গাজী’র শোক

বিশিষ্ট গণসংগীত শিল্পী ও বীর মুক্তিযোদ্ধা ফকির আলমগীরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী।

আজ শনিবার এক শোকবার্তায় জিয়াউল আহসান গাজী মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তার উদ্দীপনামূলক গান জনগণের হৃদয়ে গভীর রেখাপাত এবং শ্রমিক, কৃষকসহ মেহনতী মানুষের অধিকার আদায়ের সংগ্রামসহ স্বৈরাচার বিরোধী আন্দোলনে অনুপ্রেরণা জুগিয়েছে।

মরহুম ফকির আলমগীর ১৯৬৯ সালের গণঅভ্যুখানে, মহান মুক্তিযুদ্ধে কন্ঠযোদ্ধাসহ দেশের সব ঐতিহাসিক আন্দোলন সংগ্রামে গান গেয়ে সাধারণ মানুষকে উজ্জীবিত করেছেন। তার মৃত্যুতে বাংলাদেশের গণসংগীত জগতে এক বিরাট শূন্যতা তেরি হলো, যা সহজে পূরণ হওয়ার নয়। গণসংগীত জগতে তাঁর অবদান বাংলাদেশের মানুষ চিরদিন স্মরণ রাখবে।

জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান ।

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,তথ্য প্রযুক্তি,ফিচার,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,মিডিয়া,রাজনীতি,শিক্ষাঙ্গন,সারাদেশ