আজ- শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

গভীর রাতে কল পেয়ে খাবার পৌঁছে দিলেন পিরোজপুরের সদর উপজেলা চেয়ারম্যান

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

করোনা ভাইরাসের আক্রমন থেকে রক্ষা পেতে পিরোজপুরের সকল উপজেলা জেলা প্রশাসনের নির্দেশে বন্ধ ঘোষণা করা হয়েছে ১৫ দিন আগে। জেলা প্রশাসন, জেলা পরিষদ, পিরোজপুর পৌরসভা, সদর উপজেলা পরিষদ বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিবর্গ এ সময়ের মধ্যে ত্রাণ কার্যক্রম পরিচালনা করলেও গভীর রাতে পিরোজপুরের শঙ্করপাশা এলাকা থেকে কল করে দুটি পরিবারের লোকজন বলে তাদের ঘরে কোন প্রকার খাদ্য সামগ্রী নেই তারা অনাহারে দিন কাটাচ্ছেন শুনে তাৎক্ষানক তাদের খাবারের ব্যবস্থা করলেন পিরোজপুর সদর উপজেলা চেয়ারম্যা মজিবুর রহমান খালেক।

বিষয়টি সদর উপজেলা চেয়ারম্যা মজিবুর রহমান খালেক এর কাছে জানতে চাইলে তিনি বলেন কোন প্রকার প্রচার প্রচারণা ছাড়াই আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করে যাচ্ছি। অভুক্ত দরিদ্র পরিবারের সদস্যদের কাছে বাড়িতে গিয়ে খাবার পৌছে দেয়াই আমাদের কাজ। এ পর্যন্ত পিরোজপুর সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে আমরা ২ হাজার জনকে চাল, ডাল, তেল, লবন সহ নিত্য প্রয়োজনীয় খাবার পৌছে দিতে পেরেছি এবং আমার ব্যাক্তিগত তহবিল থেকে সদর উপজেলার আরো ২ হাজার পরিবারকে নিত্য প্রয়োজনীয় খাবার পৌছে দিয়েছি। সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যহত রয়েছে। আশাকরি পিরোজপুর সদর উপজেলা কোন মানুষকে না খেয়ে অনাহারে থাকতে হবে না।

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,মিডিয়া,সারাদেশ