আজ- বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে পিরোজপুরের কদমতলা ইউনিয়নে তালগাছের চারা রোপন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী সমগ্র বাংলাদেশে এককোটি বৃক্ষরোপন করা হবে এরই ধারাবাহিকতায় পিরোজপুরের কদমতলা ইউনিয়নে তালগাছের চারা রোপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে  কদমতলা ইউনিয়নে বিভিন্ন ন্থানে এ তালগাছের চারা রোপন করা হয়। তালগাছের চারা রোপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ বশির আহম্মেদ। এছাড়াও উপস্থত ছিলেন কদমতলা ইউনিয়নে চেয়ারম্যান হানিফ খান।সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কদমতলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: জাহাঙ্গীর আলম।

এসময় কদমতলা ইউনিয়নে বিভিন্ন স্থানে সহস্রাধিক তালগাছের চারা রোপন করা হয়। ২০১৯-২০ অর্থবছরে গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষন টিআর কর্মসূচীর আওতায় দূযোগ সহনীয় বৃক্ষ তালগাছের চারা রোপন করা হয়।

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,মিডিয়া,সারাদেশ