নিজস্ব প্রতিবেদক : তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নের জন্য ধানের শীষে ভোট চেয়ে পিরোজপুরের তৃণমূল মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের কৃষি বিষয়ক সম্পাদক আলাউদ্দীন খান। শনিবার (৪অক্টোবর ) পিরোজপুরের নাজিরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ধানের শীষে ভোট চেয়ে ৩১ দফার লিফলেট বিতরণ করেন আলাউদ্দিন।
এ সময় তিনি নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি সহ একাধিক বাজারে গিয়ে দলের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের সাথে সঙ্গে মতবিনিময় করেন এবং জনসাধারণের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করেন।
আলাউদ্দিন খান জানান, আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য শহর-গ্রাম—সকল এলাকায় পৌঁছাবো। বিএনপি যদি আমাকে “ধানের শীষ” প্রতীক নিয়ে পিরোজপুর-১ আসনের মনোনয়ন দেয়, তাহলে আমি জাতীয়তাবাদী আদর্শকে সামনে রেখে পিরোজপুর-১ কে একটি মডেল জেলা রূপে প্রতিষ্ঠা করব।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের তৌহিদুল ইসলাম তৌহিদ, জেলা সেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: নাদিম শেখ, সদস্য বেল্লাল ভূঁইয়া, কলাখালি ইউনিয়ন বিএনপির সভাপতি চান সরদার প্রমুখ।
এ সময় পৌর স্বেচ্ছাসেবক দল, উপজেলা স্বেচ্ছাসেবক দল, জেলা স্বেচ্ছাসেবক দলের ও উপজেলা বিএনপির অনেক নেতা কর্মী উপস্থিত ছিলেন।