আজ- বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পরিবার ও স্থানীয় মানুষ দৃষ্টান্ত মুলক শাস্তি অশা করছে। নাজিরপুরে চাঞ্চল্যকর শিক্ষক সমীরন হত্যা মামলার রায় ১৪ ডিসেম্বর

 

dav

এস এম সিপার : পিরোজপুরের নাজিরপুরে জমি নিয়ে বিরোধের জেরধরে স্কুল শিক্ষক সমীরণ মজুমদার হত্যা মামলার রায় আগামী ১৪ ডিসেম্বর ধার্য করেছে আদালত। ২০১৭ সালের ২৩ মার্চ উপজেলার মাটিভাংগা ইউনিয়নের পশ্চিম বানিয়ারি গ্রামে সমীরণ মজুমদারকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এসময় বাধা দিতে গেলে সন্ত্রাসীদের ধারালো দায়ের কোপে আহত হয়েছেন নিহত সমীরণ মজুমদারের স্ত্রী স্বপ্না মজুমদার (২৮) । নিহত স্কুল শিক্ষক সমীরণ মজুমদারের স্ত্রী আহত স্বপ্না মজুমদার বাদী হয়ে এ ঘটনায় মামলা দায়ের করেন। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে পুলিশ নিহতের বাড়ির পাশের মন্টু নামের এক যুবককে আটক করে।
ব্যাপক তদন্ত শেষে পুলিশ একাধিক ব্যাক্তিকে আসামী করে কোর্টে চার্জশীট দাখিল করে। স্বাক্ষীদের স্বাক্ষ্য শেষে দীর্ঘ প্রায় ৩বছর পর আদালত আগামী ১৪ ডিসেম্বর এ মামলার রায় ঘোষণা দিবেন বলে জানান, মামলার বাদী নিহত সমীরণ মজুমদারের স্ত্রী স্বপ্না মজুমদার। স্বপ্না মজুমদার জানান তিনি ও তার তিনটি নাবালক সন্তান এ মামলায় একটি দৃষ্টান্ত মুলক সর্বোচ্চ সাজা ফাঁসির শাস্তির আশা করছেন।

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,ফিচার,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,মিডিয়া,সারাদেশ