আজ- শুক্রবার, ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

spot_img

পিরোজপুরের মঠবাড়িয়ায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্বস্থ্য কামনায় পৌর বিএনপি’র দোয়া ও ইফতার মাহফিল 

পিরোজপুরের মঠবাড়িয়ায় পৌর বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্বস্থ্য কামনা ও তারেক রহমানের দির্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  আজ রোববার বিকেলে মঠবাড়িয়া ঈদগাহ মাঠে পৌর বিএনপি এর আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু।
মঠবাড়িয়া পৌর বিএনপি’র আহবায়ক কে এম হুমায়ুন কবীর এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, এছাড়াও বক্তব্য রাখেন মঠবাড়িয়া পৌরবিএনপি যুগ্ন আহবায় মিজানুর রহমান মিজান, পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনিরুজ্জামান ছোট্ট, আব্দুস সালাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপির সদস্য সচিব মো: নাজমুল হাসান কামাল মুন্স।
ইফতার মাহফিলে হাজারো লোকের সমন্বয় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্বস্থ্য কামনা ও তারেক রহমানের দির্ঘায়ু কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু বলেন, বিগত দিনে জাতীয়তাবাদী দল ঘোষণা দিয়েছে যদি বিএনপি ক্ষমতায় আসতে পারে তাহলে সকলকে নিয়ে একটি জনগণের সরকার গঠন করবে। ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে এদেশের মানুষকে শান্তিতে বসবাসের সুযোগ করে দিবে। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি আরো বলেন বিগত স্বৈরাচারী সরকার এদেশের মানুষের কথা বলার অধিকার হরন করেছে, গুম খুন, নির্যাতন, হত্যাকাণ্ড করেছে মানুষের মৌলিক চাহিদা নষ্ট করেছে। সেই স্বৈরাচারী সরকার আবার এদেশে ফিরে আসতে চায় রাজনীতি করতে চায় দেশের জনগণের কাছে ক্ষমা না চেয়ে গুম খুন হত্যার বিচার না করে আওয়ামীলীগকে এদেশে রাজনীতি করতে দেয়া হবে না। যে সরকার এদেশের মানুষের কথা চিন্তা না করে সমস্ত নেতাকর্মী এদেশের মানুষকে ফেলে পালিয়ে যেতে পারে তারা এ দেশের রাজনীতি করার অধিকার রাখে না।
এদেশের আপামর জনগণের দাবি একটি সুস্থ সুন্দর নির্বাচন। এ দেশের জনগণ একটি মাত্র ভোট দিতে যায়। নির্বাচন নিয়ে টালবাহানা করবেন না। আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই। আপনারা সুস্থ সুন্দর একটি নির্বাচন দিন। এদেশের জনগণকে দুবেলা দুমুঠো ভাত খাওয়ার সুযোগ করে দিন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles