আজ- শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পিরোজপুরের মঠবাড়িয়ায় ত্রানের টিন উদ্ধার : ভ্রাম্যমান আদালতে ২জনকে অর্থদন্ড

পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা পরিষদের বরাদ্ধকৃত ত্রানের টিন উদ্ধার ও ২জনকে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বুধবার রাতে উপজেলার ধানীসাফা ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাফা গ্রাম থেকে রুবেল মল্লিক (৩০) এর নির্মাণাধীন ঘরের সামনে থেকে ও তার বাবা ফারুক মল্লিকের ঘরের পিছন থেকে ১বান (৮পিস) ত্রানের ডেউটিন উদ্ধার করে সহকারী কমিশনার পিরোজপুর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান। এ সময় ভ্রাম্যমান আদালতে রুবেল একই গ্রামের হাসেম হাওলাদারের ছেলে ভ্যান চালক কবিরের কাছ থেকে টিন ক্রয়য়ের কথা স্বীকার করে কবিরকেও ভ্রাম্যমান আদালতে উপস্থিত করলে সেও টিন বিক্রির কথা স্বীকার করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান ভ্রাম্যমান আদালতে ত্রানের টিন ক্রয় বিক্রয় করার অপরাধে রুবেলকে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও কবিরকে ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল হক জানান, উদ্ধারকৃত টিনগুলো উপজেলা পরিষদ থেকে গত ৩ মার্চ ত্রান হিসেবে কবিরকে দেয়া হয়েছিল। প্রতিটি টিনে ত্রানের জন্য, বিক্রয়ের জন্য নহে লেখা রয়েছে।

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,সারাদেশ