আজ- বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পিরোজপুরের মঠবাড়িয়ায় রেড ক্রিসেন্ট সোসাইটি ৩ শত জনকে নগদ ৪ হাজার ৫ শত টাকা সহায়তা প্রদান

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

পিরোজপুরের মঠবাড়িয়ায় সাপলেজা ও বড়মাছুয়া ইউনিয়নে ঘূর্ণিঝড় আমফানে ক্ষতিগ্রস্ত পরিবারের ৩শত জনকে নগদ ৪ হাজার ৫ শত টাকা সহায়তা প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে ঘূর্ণিঝড় আমফানে ক্ষতিগ্রস্ত পরিবারের ৩শত জনকে নগদ টাকা ও পুষ্টির জন্য আট প্রকারের সবজির বীজ দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিটের সাধারণ সম্পাদক এ্যাড. সৈয়দ মো: শাহ আলম, নির্বাহী সদস্য এম এ রাব্বানী ফিরোজ, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সহকারী পরিচালক ইকবাল মাসুদ, যুব প্রধান শুভ দ্বিপ সিকদার শুভ, জণসংযোগ ও পরিকল্পনা বিভাগের বিভাগীয় প্রধান জুবায়ের ইসলাম সোহাগ সহ রেড ক্রিসেন্ট সোসাইটির ২০ জন যুব সদস্য।

জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সহকারী পরিচালক ইকবাল মাসুদ, আমরা এর আগেও ৮ শত জনকে স্বাস্থ্য সুরক্ষায় সাবান স্যানিটাইজার এর হাইজিং প্যাকেট প্রদান করেছি। আজকের পিরোজপুরের মঠবাড়িয়ায় উপকূল এলাকায় ঘূর্ণিঝড় আমফানে ক্ষতিগ্রস্ত পরিবারের ৩ শত জনকে নগদ ৪ হাজার ৫ শত টাকা এবং পুষ্টির চাহিদা মেটাতে আট প্রকারের সবজি বীজ প্রদান করেছি। ঘূর্ণিঝড় আমফানে ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তা কার্যক্রম চলমান রয়েছে।

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,সারাদেশ