আজ- শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পিরোজপুরে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের অপরাধে পাঁচ হোটেল মালিককে জরিমানা

পিরোজপুর: পিরোজপুর শহরে মানহীন খাবার বিক্রি ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি এবং সংরক্ষণের অপরাধে বিভিন্ন হোটেলে অভিযান চালিয়ে হোটেল মালিকদের জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট মফিজুর রহমানের নেতৃত্বে আজ রোববার বিকেলে শহরের বিভিন্ন হোটেলে এ অভিযান চালানো হয়। এ সময় মানহীন খাবার বিক্রি ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি এবং সংরক্ষণের অপরাধে সদর উপজেলা পরিষদের সামনে ভাই ভাই হোটেল এর মালিককে ৫০ হাজার এবং শহরের সাতক্ষীরা, ডায়মন্ড ও অমূল্য মিষ্টান্ন ভান্ডারের প্রত্যেককে ১০ হাজার টাকা এবং দুলালের মিষ্টির দোকানকে ৩ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালতের বিচারক। এছাড়া মানহীন ও অপরিচ্ছন্ন খাবার নষ্ট করা হয়।
মানুষের মানসম্মত খাবার নিশ্চিত করার জন্য পুরো রমজান মাস জুড়ে ভ্রাম্যমান আদালতের এ কার্যক্রম অব্যহত থাকবে বলে জানান ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বিভাগ: বরিশাল বিভাগ,লাইফ স্টাইল