আজ- শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

পিরোজপুরে করোনা মহামারীতে কর্মহীন হয়ে পড়া সংস্কৃতিসেবীদের মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান

পিরোজপুরে করোনা মহামারীতে কর্মহীন হয়ে পড়া সংস্কৃতিসেবীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। আজ সোমবার দুপুরে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মহীন হয়ে পড়া সংস্কৃতিসেবীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমীর সভাপতি আবু আলী মো: সাজ্জাদ হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী। এছাড়াও জেলা শিল্পকলা একাডেমীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমীর সভাপতি আবু আলী মো: সাজ্জাদ হোসেন বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এমন একজন ব্যাক্তি করোনা সংঙ্কটে সমাজের প্রত্যেকটি সেক্টরের মানুষদের প্রতি তিনি খেয়াল রেখেছেন। প্রাথমিক শিক্ষক, ইমাম, পুরোহিত, নিন্ম আয়ের মানুষ, বেদে, হিজড়া, পরিচ্ছন্ন কর্মী সহ কেউ প্রধানমন্ত্রীর সহায়তা থেকে বঞ্চিত হয়নি। তারই ধারাবাহিকতায় তিনি করোনা মহামারীতে কর্মহীন হয়ে পড়া সংস্কৃতিসেবীদের মাঝে আর্থিক সহায়তার করেছেন। তিনি একজন সংস্কৃতি মনা ব্যাক্তিত্ব তিনি সংস্কৃতিকে পছন্দ করেন। তিনি আরো বলেন পিরোজপুরে ২ লাখ ৬২ হাজার পরিবার এর মধ্যে ১ লাখ ৪০ হাজার পরিবার ৫ শত থেকে ১২ হাজার টাকা পর্যন্ত ভাতা পেয়ে থাকেন। এসবই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান।

এসময় ৩৭ জন কর্মহীন সংস্কৃতিসেবীদের ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।

 

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,মিডিয়া,সারাদেশ