আজ- শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

পিরোজপুরে ক্যান্সার, কিডনী, সিরোসিস ও স্ট্রোকজনিত রোগাক্রান্ত চেক এবং জেলেদের মাঝে শীতবস্ত্র বিতরন

মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ.ম রেজাউল করিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের দুস্থ্য, অসহায়, রোগাক্রান্ত ও সাধারন মানুষসহ তীব্র শীতে শীতার্ত এমন কোন সেক্টর নেই যেখানে তাদের কল্যানে আর্থিক সুযোগ-সুবিধাসহ তাদের দু:খ কষ্ট লাঘবে এগিয়ে আসেননি।

মন্ত্রী বুধবার সকালে পিরোজপুর জেলা সার্কিট হাউজ মিলনায়তনে পিরোজপুর জেলার ক্যান্সার, কিডনী, সিরোসিস ও স্ট্রোকজনিত রোগাক্রান্ত ৪৮ জনকে ২৪ লক্ষ টাকা এবং তীব্র শীতে শীতার্ত ৩ হাজার ৭শ’ ৬০ জন জেলে সদস্যদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের শীত বস্ত্র কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এ উপলক্ষে বুধবার পিরোজপুর জেলা সার্কিট হাউজ মিলনায়তনে জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সিভিল সার্জন ডা: মো: হাসনাত ইউসুফ জাকী, অতিরিক্ত পুলিশ সুপার খাইরুল ইসলাম, জেলা সমাজসেবার উপ-পরিচালক মো: ইকবাল কবির উপস্থিত ছিলেন।

 

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,মিডিয়া,রাজনীতি,সারাদেশ