আজ- শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

পিরোজপুরে গণপরিবহণ চলাচল শুরু : স্বাস্থ্য বিধি রক্ষায় কঠোর পুলিশ

পিরোজপুর জেলা থেকে আন্ত:জেলা ও দূর যাত্রার বাস চলাচল শুরু হয়েছে। আজ সোমবার সকাল থেকে এ বাস চলাচল শুরু হয়। এদিকে বাসে চলাচলের যাত্রীদের সামজিক দূরত্ব নিশ্চিত ও স্বাস্থ্য বিধি রক্ষায় কঠোর ভাবে কাজ করে যাচ্ছে পুলিশ। বাস চলাচল শুরুর পর থেকেই পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ মুহা.নুরুল ইসলাম বাদলের নেতৃত্বে সদর থানার পুলিশ শহরের কেন্দ্রীয় বাসস্টান্ড ও পুরাতন বাসস্টান্ডে বাস যাত্রীদের সামাজিক দূরত্ব বজায় রাখা সহ স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য নানা ভাবে কাজ করে যাচ্ছে। তবে কেন্দ্রীয় বাসস্টান্ডে যাত্রীদের হাত ধোয়া সহ যাত্রী সুরক্ষার তেমন কোন উপকরণের ব্যবস্থা চোখে পরেনি। এ বিষয়ে পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ মুহা.নুরুল ইসলাম বাদল জানান, কোভিড-১৯ মহামারি মোকাবেলায় পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান এর নেতৃত্বে পুলিশ নানা রকম কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গণপরিবহণ তথা বাস চলাচল শুরু হওয়ার পর থেকেই সাধারণ যাত্রীদের কোভিড-১৯ সংক্রামণ রোধে বাসস্টান্ড গুলোতে পুলিশ কাজ করে যাচ্ছে। যাত্রীদের সামাজিক দূরত্ব নিশ্চিত করা ও স্বাস্থ্য বিধি মেনে চলতে সচেতনতা মূলক মাকিং ও মুখে মাক্স ব্যবহার নিশ্চিত করার জন্য কাজ করছে। এছাড়া বাসে অতিরিক্ত যাত্রী যেন না ওঠে সে দিকেও নজর রাখছে। এদিকে, কোভিড-১৯ চলাকানীন সময়ে পিরোজপুরের থেকে বাস ভাড়া ৬০% বৃদ্ধি করা হয়েছে। পিরোজপুর থেকে ঢাকা গামী বাস ভাড়া ৫০০ থেকে বাড়িয়ে ৮০০ টাকা, পিরোজপুর থেকে বরিশালের বাস ভাড়া ১১০ টাকা থেকে বাড়িয়ে ১৭৫ টাকা ও পিরোজপুর থেকে খুলনা গামী বাস ভাড়া ১০০ টাকা থেকে বাড়িয়ে ১৬০ টাকা করা হয়েছে।

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,সারাদেশ