আজ- শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পিরোজপুরে গণ উন্নয়ন সমিতির আয়োজনে শিক্ষা পরিকল্পনা বিষয়ক ভার্চুয়াল মতবিনিময় সভা অনুষ্ঠিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রথমবারের মত একটি সমন্বিত শিক্ষা পরিকল্পনা তৈরীর লক্ষে পিরোজপুরে শিক্ষা পরিকল্পনা বিষয়ক এক ভার্চুয়াল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে গণ সাক্ষরতা অভিযানের সহযোগিতায় জেলা গণ উন্নয়ন সমিতির আয়োজনে এ ভার্চুয়াল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক জনাব আবু আলী মো: সাজ্জাদ হোসেন। সভায় গণ সাক্ষরতা অভিযানের নিবার্হী পরিচালক ও সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে. চৌধুরী স্বাগত বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাহিদ ফারজানা সিদ্দিকী, উপজেলা নিবার্হী অফিসার বশির আহমেদ,  আফতাবউদ্দিন কলেজের অধ্যক্ষ সহদেব চন্দ্র পাল, জেলা শিক্ষা অফিসার সুনীল চন্দ্র সেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: জেছের আলী। গণ উন্নয়ন সমিতির নিবার্হী পরিচালক জিয়াউল আহসান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর সাদউল্লাহ লিটন, জয়কুল সরকারি প্রাথমিক বিদ্যায়ের সভাপতি শাহাজাদী রেবেকা চৈতি, জুজখোলা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি কাজী মুজিবুর রহমান, টিআইবির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ, রব্বানী ফিরোজ, ইন্দুরকানী উপজেলা শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম, পিডিএফ এর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম পান্না, মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি দ্বিলীপ মসিদ, শিক্ষক নেতা সেলিম তালুকদার, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির প্রতিনিধিদের পক্ষে (প্রাথমিক ও মাধ্যমিক) টিচার্স ট্রেনিং কলেজের প্রভাষক শাহানা আক্তার, গণমাধ্যম প্রতিনিধিদের পক্ষে দৈনিক তথ্য দর্পনের ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আবীর হাসান, নিউজ২৪ এর জেলা প্রতিনিধি ইমন চৌধুরী প্রমুখ। সভায় শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, এস,এম,সি, জনপ্রতিনিধি, পেশাজীবী ও নারী ও শিশু সংগঠনের জনপ্রতিনিধিসহ নাগরিক সমাজের   প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য এজেন্ডা ২০৩০- শিক্ষার নতুন দিগন্ত , শিক্ষা মন্ত্রনালয়,  প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রনালয় প্রথমবারের মত একটি সমন্বিত শিক্ষা পরিকল্পনা তৈরীর উদ্যোগ নিয়েছে। এলক্ষ্যে একটি খসড়া প্রণয়ন করা হয়েছে যা জাতীয় পর্যায়ে ও তৃণমূলে কর্মশালা ও পরামর্শ সভার মাধ্যমে চূড়ান্ত করা হবে।

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,মিডিয়া,সারাদেশ