আজ- শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

পিরোজপুরে চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

পিরোজপুরে চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী সুমন কৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত গভীর রাতে পিরোজপুরে রাজারহাট এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার সুমন কৃষ্ণ সাহা (৪০) পিরোজপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের শ্যামল কৃষ্ণ সাহার পুত্র।

অভিযোগ সুত্রে জানাযায়, ২০১৮ সালের ০২ অক্টোবর আসামী সুমন কৃষ্ণ সাহা শহরের দামুদার ব্রীজ সংলগ্ন চাঁদের আলো ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি: হতে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঋণগ্রহণ করেন। পরে সেই ঋণের টাকা পরিশোধের জন্য গত ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারী একটি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিজ স্বাক্ষরীত চেক প্রদান করে। কিন্তু সেই চেক চাঁদের আলো ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি: এর কতৃপক্ষ ব্যাংকে জমা প্রদান করলে উক্ত ব্যাংক একাউন্টে কোন টাকা নেই বলে জানান। পরে ২০১৯ সালের ১৯ মার্চে চাঁদের আলো ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি: এর পক্ষে মাঠ কর্মী মো: আব্দুল্লাহ আল মামুন আদালতে একটি চেক জালিয়াতির মামলা দায়ের করে। পরে এ মামলায় বিচারক আসামী সুমন কৃষ্ণ সাহা কে দন্ড প্রদান করলে সুমন কৃষ্ণ সাহা পলাতক ছিলেন। সোমবার দিবাগত গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে রাজাহাট এলাকা থেকে সুমন কৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করে পুলিশ।

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ আ. জা, মো: মাসুদুজ্জামান জানান, চেক জালিয়াতি মামলায় গ্রেপ্তারী পরোয়ানা থাকায় পুলিশ সুমন কৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করে মঙ্গলবার আদালতে প্রেরণ করেছে।

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,মিডিয়া,সারাদেশ