আজ- বৃহস্পতিবার, ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পিরোজপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা

পিরোজপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৩জুলাই) বেলা ১১টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন জেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন।

জেলা মৎস্য কর্মকর্তা মো: আব্দুল বারী জানান, ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্য়ন্ত জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষে ২৪ জুলাই র‌্যালী, উদ্ভোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এছাড়াও জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সপ্তাহ ব্যাপী জেলায় মাইকিংএর মাধ্যমে প্রচারনা বাড়ানো, জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামান্য চিত্র প্রদর্শণ, প্রান্তিক চাষী ও মৎস্যজীবীদেও সাথে মতবিনিময় সভা, মূল্যায়ন, প্রতিযোগীতা, মৎস্য পুরস্কার প্রদান ও সমাপনি অনুষ্ঠান সহ বিভিন্ন কার্যক্রম এর মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করবে জেলা মৎস্য দপ্তর। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও উপজেলা মৎস্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,তথ্য প্রযুক্তি,ফিচার,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,মিডিয়া,সারাদেশ