আজ- শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পিরোজপুরে জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে মঞ্চস্থ হল “আপনাকে হত্যার উৎসব, বাংলাদেশ নয়”

“জঙ্গী, অবক্ষয়, দুর্নীতি, মানবে না এ সংস্কৃতি” এই স্লোগানে পিরোজপুরে জাতীয় নাট্যোৎসব ২০২০ উপলক্ষে বরিশাল ব্রজমোহন থিয়েটার এর অংশগ্রহণে ফরহাদ জামিল রানা নির্দেশনায় মঞ্চনাটক “আপনাকে হত্যার উৎসব, বাংলাদেশ নয়” মঞ্চনাটকটি মঞ্চস্থ হয়েছে। শুক্রবার রাতে জেলা শিল্পকলা একাডেমির মিলনয়তনে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সহযোগিতায় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এর পৃষ্ঠপোষকতায় নাটকটি মঞ্চস্থ হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন পিপিএম, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন বরিশাল বিভাগীয় শাখার সাংগঠনিক সম্পাদক বাসুদেব ঘোষ, নাট্যব্যক্তিত্ব আ ফ ম রেজাউল করিম, জেলা নাট্যচক্রের সভাপতি খালিদ আবু। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা শিল্পকলা একাডেমীর সদস্য ইমরান হোসেন টারজান।

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,মিডিয়া,সারাদেশ