আজ- শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পিরোজপুরে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

পিরোজপুরে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে জেলা কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) এর আয়োজনে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। টিটিসি‘র অধ্যক্ষ মোঃ আলী হোসেন এর সভাপতিত্বে সেমিনারে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার নির্বাহী অফিসার বশির আহমেদ উপজেলা। এ সেমিনারে গণমাধ্যমের কর্মীগণ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সদস্যগণ, ইউনিয়নের দফাদার-চৌকিদারসহ বিভিন্ন শ্রেণি ও পেশার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সেমিনারে প্রধান অতিথি জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন বলেন, দেশ থেকে অবৈধ ভাবে বিদেশে গমন না করে দক্ষ হয়ে বৈর্ধ পথে বিদেশে গমন করার আহব্বান জানান সেমিনারে উপস্থিত সকলকে। তিনি বলেন, বেকার যুবক-যুব মহিলাগনকে চাহিদা ভিত্তিক দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষন সরবরাহের ফলে অধিক দক্ষ শ্রমশক্তি তৈরি হচ্ছে।

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,মিডিয়া,সারাদেশ