আজ- শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

পিরোজপুরে প্রথম দিনে ২শত ৫৯ জনকে দেয়া হয়েছে করোনা টিকা

সারা দেশের ন্যয় পিরোজপুরে করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচী শুরু হলেও প্রথম দিনে জেলায় ২শত ৫৯ জন টিকা দেয়া হয়েছে। আজ রবিবার সকাল ১০টায় স্বাস্থ্য মন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধনের সাথে সাথে পিরোজপুর জেলা হাসপাতালে টিকাদান কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন। দিনব্যাপী চলে টিকা প্রদানের কাজ।
সিভিল সার্জন হাসনাত ইউসুফ জাকি জানান, পিরোজপুর জেলা হাসপাতালে ৩০ জন, নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমম্পেক্সে ২৬ জন, নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমম্পেক্সে ৩৪ জন, কাউখালী উপজেলা স্বাস্থ্য কমম্পেক্সে ৪৪ জন, ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমম্পেক্সে ৬০ জন, মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমম্পেক্সে ৪৫ জন, ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমম্পেক্সে ১০জনকে করোনা টিকা প্রদান করা হয়েছে। প্রতিদিন ৭ টি কেন্দ্রে ২২ টি বুথে ১৫০ জন করে ৩৩শত জন কে করোনা টিকা দেয়া যাবে।

পিরোজপুর জেলায় এ পর্যন্ত মোট ২২শত জন করোনা টিকা গ্রহনের জন্য রেজিষ্ট্রেশন করেছেন। প্রথম পর্যায়ে সরকারী কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সুশিল সমাজের ব্যাক্তিবর্গসহ মোট ১৫ ক্যাটাগরিতে পিরোজপুরে ৩৬ হাজার ডোজ টিকা প্রদান করা হবে।

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,ফিচার,বরিশাল বিভাগ,মিডিয়া,লাইফস্টাইল,শিক্ষাঙ্গন,সারাদেশ