আজ- শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পিরোজপুরে “ভূমি দখল এবং নদী দূষণ ও দখল” প্রতিরোধে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

পিরোজপুরে নাগরিক উদ্যোগ ও বাংলাদেশ ভূমি অধিকার নেটওয়ার্ক এর আয়োজনে “ভূমি দখল এবং নদী দূষণ ও দখল” প্রতিরোধে করণীয় শীর্ষক সেমিনার সোমবার শহরের ‘ডাক দিয়ে যাই’ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুনিরা পারভীন। আয়োজন সহযোগী পিরোজপুর গণউন্নয়ন সমিতি’র নির্বাহী পরিচালক জিয়াউল আহসান জিয়ার সভপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের সহকারী অধ্যাপক মোঃ জাহিদুল ইসলাম।

এসময় বক্তব্য রাখেন, জাতীয় মহিলা সংস্থার পিরোজপুর জেলা শাখার চেয়ারম্যান কাজী রুহিয়া বেগম হাসি, টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কাজী মুজিবুর রহমান, পৌর কাউন্সিলর আঃ সালাম বাতেন, আফতাব উদ্দিন করেজের উপাধ্যক্ষ লুৎফর রহমান, সহকারী অধ্যাপক ঈশ^র চন্দ্র দাস, জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা প্রমূখ।

এসময় বক্তারা বলেন জেলার বিভিন্ন উপজেলার যেমন মঠবাড়িয়ার মাঝের চর, ভান্ডারিয়ার হরিনপালা চর, কাউখালীর সন্ধ্যা নদীর চর, নেছাাারাবাদের সন্ধ্যা নদীর দুপাড়ের চর সহ বিভিন্ন চর অবৈধ ভাবে দখল হয়ে যাচ্ছে। এগুলো অবৈধ দখলমুক্ত করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়াও নদীকে দূষণ মুক্ত করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,ফিচার,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,মিডিয়া,শিক্ষাঙ্গন,সারাদেশ