আজ- শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পিরোজপুরে মানবাধিকার দিবস পালিত

‘ মানবাধিকার সুরক্ষায় তারুণ্যের অভিযাত্রা’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে পিরোজপুরে নানা কর্মসূচির মধ্য দিতে বিশ^ মানবাধিকার দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে দিবসটি উপলক্ষে পিরোজপুর সার্কিট হাউজ থেকে একটি র‌্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের সভা কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক নাহিদ ফারজানা সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। বক্তব্য দেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পিরোজপুরের উপপরিচালক আবু হেনা মো. জাফর, জেলা মৎস্য কর্মকর্তা মোশাররফ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম চৌধুরী, সাংবাদিক মাহামুদ হোসেন, এনজিও ফোরামের জেলা সভাপতি জিয়াউল আহসান, মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, সমাজসেবা কার্যালয়ের রেজিস্টার অফিসার মোস্তফা ইকতিয়ার উদ্দিন, পিরোজপুর পৌরসভার প্যানেল মেয়র সাদউল্লাহ লিটন, প্রথম আলোর জেলা প্রতিনিধি এ কে এম ফয়সাল প্রিন্স।

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,সারাদেশ