আজ- শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

spot_img

পিরোজপুরে মাসুদ সাঈদীর হাত ধরে ১৫ হিন্দু ধর্মাবলম্বীর জামায়াতে যোগদান 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী পুত্র, জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান, পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী হাত ধরে পিরোজপুরে সনাতন সম্প্রদায়েরর ১৫ জন ব্যাক্তি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

আজ শনিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষ উপলক্ষে পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী পিরোজপুর সদর উপজেলার হুলারহাট, পিটিআই, খালিশাখালী, রায়েরকাঠি এবং মরিচাল এলাকায় জামায়াত ইসলামীর পক্ষে গণসংযোগ করেন এবং মাসুদ সাঈদীর আহবানে সনাতন ধর্মাবলম্বীসহ অসংখ্য মানুষ তার হাতে জামায়াতে ইসলামীতে যোগদানের সহযোগী সদস্য ফরম পূরণ করেন।

মাসুদ সাঈদীর হাতে জামায়াতের সহযোগী সদস্য ফরম পূরণকারী সনাতন ধর্মাবলম্বীরা হলেন পিরোজপুর সদর উপজেলার কুন্ড সাহা, বিশ্বজিৎ সাহা, জয় সাহা, সমিরণ দাস, উত্তম কুন্ড , নিতাই কুন্ড, অচিন কুন্ড, সুনীল দাস, বানেশ্বর গ্রামের  কৃষ্ণ রায়, কৃষ্ণ কুমার মাঝি, শিকারপুর এলাকার সুকান্ত মিস্ত্রী, কদমতলা এলাকার রতন কুমার শীল, পালপাড়া এলাকার নিতাই মন্ডল, সুকুমার রায়, মনিন্দ্র লাল সাহা, রাজারহাট এলাকার জয়দেব মিত্র।

সদর উপজেলার বানেশ্বরপুর গ্রামের কৃষ্ণ কুমার মাঝি জানান আমাদের কেউ কোন রকম জোর পূর্বক ছাড়াই আমরা নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে ফরম পূরণ করেছে। আমরা জামাতের সদস্য হতে চাই চাওয়া থেকেই আমরা ফরম পূরণ করেছি।

পিরোজপুর সদর উপজেলার সমিরন দাস জানান অনেক অপেক্ষার পর আমরা নিজেরাই জামাতে ইসলামের ফরম পূরণ করেছি। আমরা জামাত ইসলাম পিরোজপুর পৌর শাখার সদস্য হতে চাই তাই ফরম পূরণ করেছে। শুনেছি দেখেছি জামাত ইসলাম মানুষের পাশে দাঁড়ায়। অন্যায় অত্যাচারের হাত থেকে বাঁচতে আমরা জামাতে ইসলামের পূরণ করেছি।

জেলা জামাতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক বলেন আমরা বিগত ১৭ বছর কোন কার্যক্রম করতে পারিনি বর্তমানে আমরা প্রান্তিক পর্যায়ে মানুষের কাছে গিয়েছি। আমরা পিরোজপুর জেলায় বিভিন্ন উপজেলায় বিভিন্ন ইউনিয়নে ফরম পূরণ করেছি। আজকে বিভিন্ন ইউনিয়নের ১৫ জন হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা ফরম ফিলাপ করেছে। জেলায় কয়েক শতাধিক হিন্দু সম্প্রদায়ের ভাইরা ইতিমধ্যেই ফর্ম পূরণ করেছে এ সংখ্যা দিনে দিনে আরও বৃদ্ধি পাবে। জামাতে ইসলামী বাংলাদেশ একটি শান্তির দল ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ফরম পূরণ করতে পারবে। স্বতঃস্ফূর্তভাবে হিন্দু সম্প্রদায়ের লোকেরা নিজেরাই পূরণ করেছে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

গণসংযোগকালে পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী বলেন, লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে অর্থবহ করে তোলাই এখন আমাদের সবচেয়ে বড় কাজ। স্বাধীনতাকে অর্থবহ করে তুলতে হলে অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে হবে আগে। সেই স্বাধীনতা অর্জনের জন্য দেশবাসীকে এখন ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করতে হবে। যে স্বপ্ন নিয়ে লাখো মানুষ প্রাণ দিয়েছিল, সেই স্বপ্ন পূরণে আমরা কতটা সফল? বৈষম্য এখনো রয়েছে, বিচারহীনতার সংস্কৃতি আমাদের পিছিয়ে দিচ্ছে এবং ক্ষমতার কেন্দ্রীকরণ গণতন্ত্রকে দুর্বল করছে। দূর্নীতি আমাদের সমাজ জীবনকে বিপর্যস্ত করে দিয়েছে।

সমাজ থেকে চাঁদাবাজি, লুটপাট, দূর্নীতি দূর করে একটি শোষন বৈষম্যহীন নীতি ও ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি। ৫ আগষ্টের বিজয় আমাদের পথ দেখিয়েছে। এখন প্রয়োজন সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে সেই পথ ধরে এগিয়ে গিয়ে একটি প্রকৃত বৈষম্যহীন কল্যাণময় বাংলাদেশ গড়ে তোলা।

গণসংযোগকালে পিরোজপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রব, পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক, পৌর আমীর মাওলানা ইসহাক আলী ও বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের সভাপতি সেক্রেটারীসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles